হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ড্রেন নির্মাণকালে সৃষ্ট জনদূর্ভোগ লাগবে প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষন বিবৃতি দিয়েছেন জেলা যুবলীগ সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান সেলিম। এক বিবৃতিতে আতাউর রহমান সেলিম বলেন, আমরা সবাই উন্নয়ন চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। এ সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় হবিগঞ্জ পৌরসভায় ড্রেন নির্মাণের কাজ চলছে। নাগরিক সুবিধা নিশ্চিত করতে এ ড্রেন গুরুত্বপূর্ণ অংশ। ২০১৯ সালের মে মাসে হবিগঞ্জ পৌরসভার এ ড্রেন নির্মাণের টেন্ডার হয়। ওই বছরের জুন মাসে পৌরসভার বাজেট বক্তৃতায় তখনকার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস ড্রেন নির্মাণের তথ্য জনসম্মুখে উপস্থাপন করেন। এরই ধারাবাহিকতায় শহরের প্রধান সড়কে চলছে ড্রেন নির্মাণের কাজ। কিন্তু ড্রেন নির্মাণ হচ্ছে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে। সাধারণত পৌর এলাকার প্রধান সড়কের পাশে কোনো কাজ হলে তা হয় রাতে বেলা। ওই সময় সাইনবোর্ড লাগিয়ে রাস্তা বন্ধ করে কাজ করা নিয়ম মানা হয় সর্বত্র। আর প্রতিদিন যতটুকু কাজ হবে সেই পরিমাণ পাথর, বালিসহ উপকরণ সাইডে আনা হয়। অথবা নির্দিষ্ঠ ডিপুতে উপকরণ তৈরি করে গাড়িতে নিয়ে এসে কাজ করা হয়। কিন্তু হবিগঞ্জ শহরের প্রধান সড়কে দিনের বেলা কাজ হচ্ছে। রাস্তার পাশে বড় বড় গর্ত করা হচ্ছে। পাথর বালির স্তুপ করা হচ্ছে। ড্রেনের নোংরা পানি ও ময়লা প্রধান সড়ক দিয়ে প্রবাহিত করা হচ্ছে। এতে করে রোগী, শিক্ষার্থী এবং সাধারণ লোকজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। বড় বড় গর্ত তৈরি এবং রাস্তায় উপকরণ রাখায় নিয়মিত ছোট বড় দূর্ঘটনা ঘটছে। শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় যানজটের। সাধারণ লোকজন এ ব্যাপারে অতিষ্ঠ হলেও কেউ কিছু বলতে বা প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। আমি যেহেতু জনগণের স্বার্থে থেকে রাজনীতি করি তাই সাধারণ মানুষ এ ব্যাপারে তাদের মনের কথা আমাকে বলেন। আমি জনগণের এই কষ্ট লাঘবের জন্য হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। আতাউর রহমান সেলিম
সভাপতি জেলা যুবলীগ।