নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃড়খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা দেবশ্রী দাশ পার্লী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. সরওয়ার শিকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, আবু সিদ্দিক, সাজু আহমেদ চৌধুরী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আহমদ, মিনি বাস মালিক সমিতির সভাপতি ইয়াওর মিয়া, সাধারন সম্পাদক মাহবুবুল আলম সুমন, ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ সুলাইমান, নহরপুর মাদ্রাসার সুপার আব্দুস সালাম, শিক মোঃ আশরাফুল আলম, কমিটির সদস্য শেখ ছৈইফা রহমান কাকলি প্রমুখ। সভায় নবীগঞ্জ শহরকে যানজট মুক্তকরণ, ভুয়া ডাক্তার শনাক্তকরণ অভিযান পরিচালনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।