স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও ইউপি মেম্বার হাজী দুলাল মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা সিলেট মহাসড়কে ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন হয়। মানববন্ধন শেষে বিশিষ্ট মুরুব্বী শানর মিয়ার সভাপতিত্বে এবং ইউপি সদস্য খালেদ আহমেদ জজ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পিয়ারা, ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুর রউফ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোরশেদ আহমেদ, প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগের নেতা মহিনুর রশিদ, ইউপি ছাত্রলীগ সভাপতি আমিন কামাল, ইমাদ মিয়া, অসিত সূত্রধর, মাসুক মিয়া, লোকমান প্রমূখ। এছাড়াও মানববন্ধনে ইউনিয়নের সর্বদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলক ভাবে ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ ৫ জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। যাহা সত্য নয়। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় ইউনিয়নের সর্বস্তরের জনগণ বৃহত্তর আন্দোলন ঘরে তুলবে।