নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র. প. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্ণিং বডির নির্বাচনে অনিয়মের প্রতিবাদে প্রধান শিক্ষক লুৎফুর রহমানের অপসারণ দাবীতে ৭২ ঘন্টার আল্টিমেটাম স্থগিত করা হয়েছে। এদিকে গতকাল শুক্রবার সকাল থেকে আউশকান্দি-হীরাগঞ্জ বাজার এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশের টহল জোরদার করা হয়। বিকাল ৩টার দিকে নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু আন্দোলনকারীদের সাথে সমঝোতা বৈঠক করে আগামী ২জুন সকাল ১০টায় আউশকান্দি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সৃষ্ট ঘটনা নিয়ে অভিভাবক সমাবেশের সময় নির্ধারণ করেন। সমঝোতা বৈঠকে স্থনীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাজী আতাউর রহমান, প্রফেসর আব্দুল হাই (কাচা মিয়া), মুহিবুর রহমান হারুন, আব্দুর রহমান মতই, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, জাপা নেতা মুরাদ আহমদ, সাংবাদিক এম এ আহমদ আজাদ, আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান নোমান, খালেদ আহমদ জজ, আব্দুল মুকিত (লতিফি), নুরুল হোসেন খাঁন, ফকির ফজলু মিয়া, গিয়াস উদ্দিন, তফাজ্জুল হক প্রমূখ।
এর পূর্বে দুপুরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ছাত্রনেতা শিহাব আহমদ, ডাঃ নাজমূল হক চৌধুরী পলাশ, রকি পারবেজ, জহির আহমদ, শাহ আশরাফ আলী, সাহেদ চৌধুরী, এমদাদ, জাবু আহমদ, এম এ ছবুর, আব্দুল কাইয়ুম, নজরুল ইসলাম, কাওছার হামিদ, শ্রমিক নেতা লিটন মিয়া প্রমূখ।
প্রতিবাদ সমাবেশ সাময়িক স্থগিত করা হলেও প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত প্রধান শিক্ষক লুৎফুর রহমানের পদত্যাগ ও শাস্তি না হওয়া পর্যন্ত তাদের পরবর্তী কঠোর আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন। এ নিয়ে এলাকায় সমালোচিত শিক্ষক লুৎফুর রহমানকে নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা।