স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলায় ৩০জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ভিক্ষুক মুক্ত হবিগঞ্জ গঠনের লক্ষ্যে আজমিরীগঞ্জ উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের কর্মকর্তাবৃদ। উপজেলা প্রশাসন জানান-প্রাথমিক পর্যায়ে উপজেলার ৫টি ইউনিয়ন থেকে মোট ৩০ জন ভিুক নির্বাচিত করে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে।