বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে রাস্তার উপর শ্মশানঘাটের মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে অভিযোগটি তদন্ত করেন তহশিলদার মাজহারুল ইসলাম।
জানা যায়, দিগাম্বর বাজারের সংলগ্ন শ্মশানঘাটের লোকজন জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে মার্কেট নির্মাণের অভিযোগ এনে হাজীমাদাম ৪ গ্রামের পক্ষে হাবিবুর রহমান বিলাতসহ একাধিক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার বরাবর কাজ বন্ধের দাবী জানান। উপজেলা নির্বাহী অফিসার তাৎণিক সহকারী কমিশনার ভূমি খৃষ্টফার হিমেল রিছিলকে তদন্তের আদেশ দেন। তদন্তকারী ভূমি কর্মকর্তার নির্দেশমতে তহশিলদার ঘটনাস্থলে এসে তদন্ত করেন। তদন্তকালে উভয়পরে সাথে তিনি কথা বলেন। তদন্তের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।