স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের রাজিমপুর গ্রামে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়েরকৃত একটি মামলা মিথ্যা প্রমানিত হয়েছে। স্বাক্ষী প্রমাণে ও ডিএনএ টেস্টে বাদীর অভিযোগ সত্য প্রামাণীত না হওয়ায় আসামীকে বেখসুর খালাস দেন আদালত। গতকাল রবিবার নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক সুদীপ দাস এই আদেশ দেন।
মামলা সুত্রে জানা যায়, ২০১২ সালের ২১ জানুয়ারী রাজিমপুর গ্রামের জিতেন্দ্র চন্দ্র দাসের কন্যা সবিতা রানী দাসকে একই গ্রামের মৃত রবীন্দ্র দাসের পুত্র ঋতুরাজ দাস বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ আনেন। ঘটনার প্রায় ৬ মাস পর ১৪ জুন ভিকটিম বাদী হয়ে হবিগঞ্জের নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করেন। কিন্তু স্বাক্ষী প্রমাণে ও ডিএনএ ট্রেস্টে বাদীর অভিযোগ সত্য প্রামাণীত না হওয়ায় আসামী ঋতুরাজ দাসকে বেখসুর খালাস দেন আদালত।
রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আবুল হাশেম মোল্লা মাসুম ও এডভোকেট নজরুল ইসলাম খান। আসামী পক্ষে ছিলেন এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও এডভোকেট মিনতী অধিকারী মিতু। এদিকে বাদীর বিরুদ্ধে ক্ষতিপূরণ ও মানহানীর অভিযোগে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ঋতুরাজ দাস।