প্রেস বিজ্ঞপ্তি ॥ ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা জাসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট তাজ উদ্দিন আহমেদ সুফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাহেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তোরাব আলী খন্দকার ও জিয়াউল হাসান তরফদার মাহীন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক শাহ আশিকুর রহমান, জাসদ নেতা মিনহাজ উদ্দিন খান লিচু, খায়রুল মনসুর চৌধুরী মজনু, শফিকুল বারী আউয়াল প্রমুখ।
সভার শুরুতেই ঐতিহাসিক সিপাহী জনতার অভ্যুত্থানের মহানায়ক মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ কমরেড কর্ণেল আবু তাহের বীর উত্তম এর বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা দিবসটির তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন।