শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

আজমিরীগঞ্জে রাজাকারের তালিকা তৈরী নিয়ে উত্তেজনা

  • আপডেট টাইম শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৪১২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে আবারও মুক্তিযোদ্ধাদের দিয়ে নতুন করে বির্তক সৃষ্টির পায়তারা করছে একটি কুচক্রি মহল। এরই অংশ হিসেবে কয়েকজন মুক্তিযোদ্ধাকে দিয়ে আগামী রবিবার আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুজিব শতবর্ষ উদ্যাপনের নামে সভা আহবান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সন্তান ও মুক্তিযোদ্ধা পরিবারকে দাওয়াত দেওয়া হলেও মুক্তিযোদ্ধাদের দাওয়াত দেয়া হয়নি। মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া সারিত এজেন্ডায় উল্লেখ করা হয়েছে (১) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচি গ্রহণ (২) ৭১ সালের শান্তি কমিটির থানা/ ইউনিয়ন কমিটির সভাপতি, সেক্রেটারী ও অন্যান্য যুদ্ধাপরাধী রাজাকার আলবদরদের তালিকা প্রণয়ন প্রসঙ্গ। এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- এ বিষয়ে তিনি কিছু জানেন না। যার সারে চিঠি ইস্যু করা হয়েছে তিনিই কিছুই জানেন না। তাহলে জানেন কে? এলাকার মুক্তিযোদ্ধারের সাথে যোগাযোগ করে জানা যায়, একটি মহল বিশেষ উদ্দেশ্যে কয়েকজন মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে বিতর্কিত কিছু কর্মকান্ড চালিয়ে যা্েছ। গত ২২ সেপ্টেম্বর একইভাবে মুক্তিযোদ্ধা বহুমুখি সমিতির নামে এক সভা করে সেখানে স্থানীয় তিনজন বীর মুক্তিযোদ্ধাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। মুক্তিযোদ্ধাকে অবাঞ্ছিত ঘোষণা নিয়ে পত্রিকায় প্রতিবাদ পাল্টা প্রতিবাদ ছাপা হয়েছে। থানায় জিডি করা হয়েছিল। যারা মুক্তিযোদ্ধাদের অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন তারা কেন ৩ জন মুক্তিযোদ্ধাকে অবাঞ্চিত করেছিলেন, কোন এখতিয়ারে করেছিলেন তার কোন জবাব কেউ দিতে পারেননি। যার সভাপতিত্বে সভা হয়েছিল তিনি তখনও বলেছিলেন তিনি কিছু জানেন না। তিনি তখন আরও বলেছিলেন সভায় গেলে বুঝতে পারবো। এবারও বীর মুক্তিযোদ্ধা রশীদ বললেন তিনি কিছুই জানেন না। এমতাবস্থায় বিষয়টি নিয়ে এলাকায় মুক্তিযোদ্ধাদের মাঝে আলোচনা-সমালোচনা, চাপা ক্ষোভ ও উওেজনা বিরাজ করছে। অনেক মুক্তিযোদ্ধার সাথে যোগাযোগ করে জানা গেছে তারা কোন চিঠি পাননি।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- মুজিববর্ষ উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে কয়েকজন মুক্তিযোদ্ধা আলোচনা করবেন জেনেছি। কিন্তু রাজাকার আলবদরের তালিকা তৈরী করতে তাদের কোন দায়িত্ব দেয়া হয়নি। উল্লেখ্য, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বীর মুক্তিযোদ্ধাগণ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের দাবিদার একমাত্র তারাই। যে সকল মুক্তিযোদ্ধা স্বশস্ত্র যুদ্ধ করেছিলেন এবং আজমিরীগঞ্জ হানাদার মুক্ত করেছিল সেই সব মুক্তিযোদ্ধাগণ ছাড়া এ অনুষ্ঠান কারা করবেন। আবার যারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এলাকায় ছিলেন না, এলাকায় কোন অপারেশন করেননি তারা কিভাবে এলাকার স্বাধীনতাবিরোধী এবং রাজাকার আলবদরদের তালিকা করবেন। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে মেঘনা রিভার ফোর্সের কোম্পানি কমান্ডার ও সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান চৌধুরী, সদ্য সাবেক উপজেলা কমান্ডার তৈয়বুর রহমান খান বাচ্চু, সুনীল চন্দ্র দাস, দীলিক কুমার চৌধুরী, আশরাফ উদ্দিন, মর্তুজ আলী, দাস পার্টির সেকেন্ড ইন কমান্ড ইলিয়াছ চৌধুরী, রমজান মিয়া, হরেন্দ্র চন্দ্র সরকার, শ্রীকান্ত দেব, পিযুষ রায়ের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
এখানে উল্লেখ্য, গত বছর রাজাকারের তালিকা প্রকাশ করতে গিয়ে সরকারের অনেক সমালোচনার সৃষ্টি হয়েছিল। অনেক মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় প্রকাশিত হয়েছিল। কাজেই এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় এলাকার যাকে তাকে দিয়ে করানো হলে আবারও জটিলতা তৈরি হবে বলে বিশিষ্ট মুক্তিযোদ্ধাগণ মনে করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com