প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে শহরের রাজনগরস্থ ইসলামিয়া এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। পরে শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, জননেতা তারেক রহমান ও দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া করা হয়। শেষে দেশনেত্রী খালেদা জিয়ার অত্যন্ত পছন্দের এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ নাহিজ, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ ফজলুর রহমান, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম মতিন, জেলা তাতী দলের আহবায়ক এডভোকেট কামরুল হাসান চৌধুরী, জেলা ওলামা দলের সভাপতি ক্বারী কবির আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা কাসেম বিল্লাহ নোমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মন্নান, জেলা তৃণমূল দলের আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা যুবদল নেতা এস এম মানিক, রহমত আলী, বৃন্দাবন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, ছালেহ আহমেদ, মাওলানা ফাহাবি, জেলা মটর চালক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তারা মিয়া, সাদ্দাম হোসেন, শংকর রায়, লিটন সরকার, খোকা বাবু প্রমুখ।