স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর আলম বাজার এলাকায় তারা মিয়া জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। গতকাল দুপুরে প্রধান অতিথি হিসেবে তিনি এ মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ও মসজিদের প্রতিষ্ঠাতা নূরুল আমিন ওসমান, ডাঃ আব্দুর রউফ, মোঃ উস্তার আলী মিয়া, প্রকৌশলী সিবন দাশ, মাওলানা রুমান চৌধুরী, মাওলানা শাহ আলম, জাহিদুল আলম শিহাব, আশরাফ উদ্দিন, ইব্রাহিম মিয়া, আজমান মিয়া, আব্দুস শহীদ, মোঃ জিতু মিয়া প্রমূখ।
উল্লেখ্য, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আমিন ওসমানের ব্যক্তিগত ও তাঁর বরাদ্দের অর্থ থেকে এ মসজিদটি নির্মাণ করা হচ্ছে। এই মসজিদ নির্মাণ হলে আলমবাজারসহ আশপাশ এলাকার মুসল্লীরা নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন প্যানেল চেয়ারম্যান ও মসজিদের প্রতিষ্ঠাতা নূরুল আমিন ওসমান।