প্রেস বিজ্ঞপ্তি ॥ মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর কার্যালয়ে লোক বীমা ডিভিশন হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে ১০ লক্ষ টাকার মেয়াদোত্তর চেক বিতরণ করা হয়। গতকাল দুপুরে রিজিওনাল ইনচার্জ মোঃ কাজল মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪নং পইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ডিষ্ট্রিক কো-অডিনেটর মোঃ আজম উদ্দিন।
বক্তব্য রাখেন, মহিবুর রহমান জুয়েল, তপন অধিকারী, সংগ্রাম ভট্টাচার্য্য, গিয়াস উদ্দিন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মঈনুল হক আরিফ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতির পাশাপাশি বীমা পেশায় নিয়োজিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীমা গুরুত্ব অনুধাভন করে ১ লা মার্চ কে জাতীয় বীমা দিবস ঘোষণা করেছেন। আমাদের প্রত্যেককেই বীমা করার প্রয়োজন। বীমা এখন আরও ডিজিটাল। উন্নত দেশে বীমার গুরুত্ব অত্যাধিক। তাই বীমাকে অবহেলা করা যাবে না। পরে তিনি মেয়াত্তোদর বীমার চেক হস্তান্তর করেন।