চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক এমপি শাম্মী আক্তারের নিজ তহবিল থেকে দেওয়া ১লাখ টাকার কোন কাজ হয়নি। ওই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। রাণীগাঁও ইউনিয়নের আছিপুর গ্রামের মালের বাড়ীর রাস্তার উন্নয়ন কাজের জন্য শাম্মী আক্তারের নিজস্ব তহবিল থেকে টাকা দেয়া হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির সাবেক এমপি শাম্মী আক্তার ওই রাস্তার উন্নয়নের জন্য এলাকার কয়েকজনের কাছে এ পরিমাণ টাকা প্রদান করেন। কিন্তু এখন পর্যন্ত কোন কাজ হচ্ছে না বলে এলাকাবাসী জানান। এ নিয়ে এলাকায় মুরুব্বীদের একাধিক সালিস বৈঠক হলেও তার কোন সুরাহা হয়নি। এ ব্যাপারে এলাকার সচেতন মহলের মাঝে আলোচনা সমালোচনা ঝড় বইছে।