মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ফ্রান্স সরকার কর্তৃক মহানবী (সা.) কে ব্যঙ্গচিত্র করে প্রদর্শন করার প্রতিবাদে সর্বস্তরের আলেম-উলামা ও তৌহিদী জনতার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় আল্লামা আব্দুল বাছিত আজাদ এর সভাপতিত্বে ও মাওলানা মশিউর রহমান এবং মাওলানা মুনতাসির আলম সোহানের সঞ্চালনায় সকাল থেকেই খন্ড খন্ড মিছিলসহকারে স্থানীয় দারুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে মসজিদ, মাদ্রাসা ও পাড়া-মহল্লা থেকে সমবেত হন আলেম-উলামা, মুসল্লি ও বিভিন্ন শ্রেণিপেশার ধর্মপ্রাণ হাজার-হাজার মানুষ। মিছিলটি বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ জনতা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর কুশপুত্তলিকা অগ্নি সংযোগ করে প্রতিবাদ জানান। সময় বক্তাগণ বলেন, ফ্রান্সের রাষ্ট্রীয় মদদে মহানবী (সা.) কে ব্যঙ্গচিত্র করে ২শ’ কোটি মুসলমানের অনুভূতিতে কুঠারাঘাত করা হয়েছে। সভায় প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে একজন উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী আখ্যায়িত করা হয়। পাশাপাশি বাংলাদেশে ফ্রান্সের যতসব পণ্য আছে সেগুলো পণ্য বর্জন করারও আহবান জানান। অবিলম্বে এ দেশ থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। ফ্রান্স সরকার এর জন্য বিশ্বের মুসলমানের কাছে ক্ষমা চাইতে হবে, অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সম্মিলিতভাবে বিশ্বের মুসলমানরা আন্দোলন চালিয়ে যাবে। এ সময় বক্তব্য রাখেন, আল্লামা মখলিছুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, কাজী মুফতি আতাউর রহমান, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুল জলিল ইউসূফী, মাওলানা গোলাম কাদির, ২নং ইউপি চেয়ারম্যান মোঃ ওয়ারিশ উদ্দিন খান, ৩নং ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, মাওলানা শায়খ ইকবাল হোসাইন, মাওলানা শায়খ সিরাজুল ইসলাম ও মাওলানা আবুল আহমদ প্রমুখ।