নবীগঞ্জ প্রতিনিধি ॥ আউশকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও মেম্বার হাজী দুলাল মিয়াসহ ৮ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ অক্টোবর আউশকান্দি ইউনিয়ন অফিস প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন হাজী সানু মিয়া। মেন্দি মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কনা মাস্টার, হাজী আব্দুর রব, হাজী আতাউর রহমান, হাজী সহুল আমিন, হাজী আব্দুল হামিদ, হেলাল আহমেদ, শাহ এবাদুর রহমান দারা, সিনিয়র সাংবাদিক হাজী সাহেদ বিন জাফর,সাংবাদিক এম এ কাইয়ূম, সাংবাদিক আহমদ আজাদ প্রমুখ। সভায় বক্তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত মহিবুরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবী জানান। বক্তারা বলেন, চেয়ারম্যান, মেম্বার সহ ৮ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়ের করে মহিবুর রহমান ইউনিয়নকে কলঙ্কিত করেছে। গত ১৭ অক্টোবর আউশকন্দি ইউনিয়ন অফিস প্রাঙ্গনে নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অতুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার ও নবীগঞ্জ থানার ওসি এর উপস্থিতিতে মামলা বাজ মহিবুরের উপর অনেক লোক বিভিন্ন অভিযোগ করেন। বক্তারা বলেন, মহিবুর এলাকায় নিজেকে পুলিশের সোর্স দাবী করে সাধারণ মানুষকে পুলিশের ভয় দেখিয়ে টাকা আদায় করে। তার ভয়ে সাধারণ মানুষ আতঙ্কিত। তার নিকট থেকে চেয়ারম্যান মেম্বারও রেহাই পাননি। বক্তারা মহিবুর ও তার মদদ দাতাদের খোজে বের করে আইনের আওতায় আনার দাবী জানান। সভায় ৯টি ওয়ার্ডে ২৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।