প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ রোডস্থ ইমামবাড়ী বাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন। গতকাল শনিবার সকাল ১০টায় ইমামবাড়ী বাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বাজারস্থ কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ ইমরান হোসাইন এবং নাত পরিবেশন করেন মুজাহিদুল ইসলাম। আল ইসলাহ নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাও: আব্দুল লতিফের সভাপতিত্বে ও মোঃ কামাল উদ্দিনের উপস্থাপনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল ইসলাহ নবীগঞ্জ পৌর শাখার সহ-সভাপতি মাও: আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলার লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি মাও: সৈয়দ আহমদ, বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাও: শাহাব উদ্দিন, কুর্শা খাগাউড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাও: মহিবুর রহমান, খাগাউড়া কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদের খতিব মাও: ফরহাদ আহমদ নিজাম, কুর্শা খাগাউড়া আহলে সুন্নত ওয়াল জামাতের আহবায়ক মোঃ আবুল ফজল। মিলাদ পরিবেশন করেন বানিয়াচং উপজেলা আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক ক্বারী মজিবুর রহমান। উক্ত মিলাদ ও আলোচনা সভা শেষে ইমামবাড়ী বাজারে একটি র্যালী প্রদক্ষিণ করে। উক্ত সভায় বক্তরা ফ্রান্সে হযরত মহানবী (সা:)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং মুসলমানদের উপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন। এছাড়া তারা ফ্রান্সের পণ্য বর্জনের আহবান জানান।