প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন শ্রমিকদলের কমিটি অনুমোদন করা হয়েছে। জানা যায় গত মঙ্গলবার দলীয় কার্যালয়ে ইউনিয়ন শ্রমিকদল নেতা মোশাহিদ মিয়ার সভাপতিত্বে ও শমসের উদ্দিনের পরিচালনায় কমিটি গঠনকল্পে একসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মুর্শেদ আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মনর উদ্দিন। এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শ্রমিকদল নেতা মোশারফ মিয়া, মোঃ আজিম উদ্দিন, ইউসুফ মিয়া, মারাজ মিয়া, রুহুল আমিন, মিজান মিয়া, মোঃ নুরুল মিয়া, মাওঃ শহিদুল ইসলাম, আজিজুল মিয়া, আজিদ মিয়া, বাবুল মিয়া প্রমুখ। উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ আজিম উদ্দিনকে সভাপতি, মোঃ ইউসুফ মিয়াকে সিনিয়র সহ-সভপতি, মোঃ শমসের উদ্দিনকে সাধারণ সম্পাদক, মোঃ মারাজ মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন শ্রমিকদলের কমিটি অনুমোদন প্রদান করেন উপজেলা শ্রমিকদলের সভাপতি মুর্শেদ আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ মনর উদ্দিন।