স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রুবেল (৩৫) নামের এক চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১০ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, ঢাকা থেকে সিলেটগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাস থানার মোড় এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে বাস যাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।