স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সুজাতপুর সড়কের ইকরাম এলাকায় দিনে দুপুরে রাজা মিয়া (৭০) নামের এক গরু ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। তিনি বাঁধা দিলে তাকে ছুরিকাঘাত করে জখম করা হয়। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। রাজা মিয়া কুমড়ি গ্রামের মৃত আয়াত আলীর পুত্র। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। আহত রাজা মিয়া জানান, তিনি বিভিন্ন স্থান থেকে কম মূল্যে গরু ক্রয় করে বাজারে বিক্রি করে থাকেন। শনিবার দুপুরে কাঠখাল বাজারে গরু বিক্রি করে টাকা নিয়ে যাবার সময় পথে একদল দুর্বৃত্ত তাকে আটক করে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে ২ লাখ টাকা নিয়ে যায়। এ বিষয়ে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।