স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে কমিউনিটি পুশিলিং’র সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে থানা’র মিলনায়তনে কমিউনিটি পুশিলিং’র সভাপতি শাহ মোঃ মুসলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। থানার এস.আই মুসলেহউদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান, যুবলীগের সভাপতি চেয়ারম্যান ফারুক পাঠান, চেয়ারম্যান আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, তোফায়েল হোসেন চৌধুরী অপু, আব্দুল কুদ্দুছ চকদার মাখন, কাউন্সিলর বাবুল হোসেন, প্রেসকাবের সাধারন সম্পাদক সাব্বির হাসান প্রমূখ। পরে এক বনাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।