স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের কালিকাপাড়া গ্রামের মোশারফ মিয়া নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মোতাব্বির মিয়ার পুত্র। গত বৃহস্পতিবার রাতে ডিবির এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ বাদি হয়ে এ ব্যাপারে মামলা করেছে।