প্রেস বিজ্ঞপ্তি ॥ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদৎ বার্ষিকী নবীগঞ্জে যথাযথ মর্যাদায় পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সন্ধ্যায় দলীয় কার্যালয় গোল্ডেন প্লাজায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। উপজেলা যুবদলের সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাকির চৌধুরী এমরানের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ রিপন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, সহ-সভাপতি আহমদ ঠাকুর রানা, যুবদলের সাংগঠনিক বেলায়েত হোসেন বেলাল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজান চৌধুরী, জাসাদ আহ্বায়ক হোসাইন আহমদ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিঠু, শ্রমিক নেতা শাহীন আহমদ, আলী নুর পাশা, শেখ আবুল কালাম প্রমূখ। পরে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রকিব হক্কানী।