প্রেস বিজ্ঞপ্তি ॥ জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সেলস অফিস-৫৫ এর তত্ত্বাবধানে এ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সেলস অফিস-৫৫ এর সহকারী ম্যানেজার (সেলস) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উন্নয়ন ম্যানেজার এস এম হোসাইন আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের প্রধান শাখার জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশন সিলেট আঞ্চলিক কার্যালয়ের এজিএম ইনচার্জ মোঃ আসাদুজ্জামান ও প্রধান শাখার ডেপুটি ম্যানেজার (উন্নয়ন) মোঃ মাজেদুল ইসলাম সরকার। ব্যবসায় উন্নয়নের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জীবন বীমা কর্পোরেশনের প্রধান শাখার জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মোঃ আনোয়ার হোসেন। পরে যাদের বীমার প্রিমিয়াম শেষ হয়েছে তাদের হাতে অতিথিবৃন্দ বীমার টাকার চেক তুলে দেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আরিফুল হাছান, জুনিয়র অফিসার রিংকু বাহার দাশ, নাজমুল ইসলাম, তরুণ ভট্রাচার্য্য, সমন দাশ, পিংকি দাশ প্রমুখ। সভায় কিস্তি বাবদ ৩টি মেয়াদোত্তীর্ণ বাবদ ৪টি চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ডি এম ইনচার্জ আমিনুল ইসলাম শামীম। গীতা পাঠ করেন ডিও সুবীর কান্তি রায়।