নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসার পরিচালনা কমিটির এক জরুরী সাধারণ সভা গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মোঃ আব্দুল মতলিব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুস সহিদ (শাহিদ মিয়া), সাবেক পৌর কমিশনার মোঃ আব্দুস সালাম, সাবেক ইউপি মেম্বার রফিক মিয়া ও আব্দুস শহিদ, মোঃ আব্দুল লতিফ, মোঃ জয়নাল আবেদীন, এটিএম বশির আহমেদ, এডঃ ফারুক আহমেদ, পৌর কাউন্সিলর মোঃ সুন্দর আলী মোঃ আব্দুন নুর, মনর উদ্দিন, এটিএম নূরুল ইসলাম খেজুর, মরম আলী, মাসুক মিয়া, সফিক মিয়া, সুহেল আহমেদ প্রমুখ।
সভায় মাদ্রাসার অব্যাহত উন্নয়নের স্বার্থে বর্তমান সভাপতিকে বহাল রেখে কমিটি পুনর্গঠনসহ বিবিধ বিষয়ে আলোচনার জন্য আগামী বুধবার পর্যন্ত কমিটির সভা মুলতবি রাখার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।