স্টাফ রিপোর্টার ॥ বিপুল ইয়াবাসহ ২ ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল রবিবার সন্ধায় ডিবি পুলিশের এসআই মোজাম্মেল হক ও রাকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ২নং পুল এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হল শায়েস্তানগর এলাকার মতিউর রহমানের পুত্র মিজানুর রহমান (৩৮) ও তার সহযোগী সার্কিট হাউজ রোড এলাকার সুরুজ আলীর পুত্র শফিক মিয়া (৩৫)। এ সময় তাদের দেহ তল্লাশী করে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।