নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শারদীয় দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন কররছেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নের্তৃবৃন্দ। হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে মহা অষ্টমীবিহিত পুজায় উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করা হয়। কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া, লোকনাথ মন্দির, ৭নং করগাও ইউনিয়নের তারনগাও, মাধবপুর, ১নং ইউনিয়নের জগন্নাথপুর, হলিমপুর, ২নং ইউনিয়নের হরিনগর, ৩নং ইউনিয়নের ইছবপুর, মধ্যসমেত, ৪নং ইউনিয়নের বহরমপুর, ৫নং ইউনিয়নের মিঠাপুর ভৈরবানন্দ মন্দির, ১০নং দেবপাড়া ইউনিয়নের নলসুজা, ১১নং ইউনিয়নের মুড়াউড়া, মাহনপুর, ৯নং ইউনিয়নের রিপাতপুর, ৬নং ইউনিয়নের রতনপুরসহ অন্যান্য মন্ডপ পরিদর্শন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর, গনংযোগ সম্পাদক সলিল বরন দাশ, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, অঞ্জন পুরকায়াস্থ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক আশীষ তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, প্রভাষক অনুকুল দাশ, ১নং ইউনিয়নের সভাপতি ভুপেশ তালুকদার, সাধারণ সম্পাদক দেবব্রত দাশ, সাংগঠনক সম্পাদক শিবু দাশ, ৩নং ইউনিয়ন সভাপতি চিনু সুত্রধর, ৫নং আউশকান্দি ইউনিয়ন সাধারণ সম্পাদক ব্রজেন্দ্র দেবনাথ, ১১নং গজনাইপুর ইউনিয়ন সভাপতি অঞ্জন ধর, সাংঠনিক সম্পাদক সুুুুবল দেব, রতনপুর দুর্গা মন্দিরের সভাপতি সুশীতল রায়, সাধারণ সম্পাদক পল্টু রায় প্রমুখ উপজেলার নের্তৃবৃন্দকে শুভেচ্ছা জানান।