শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রবিবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই মফিজুল হক, এএসআই বিধান রায়, এএসআই মোঃ জসিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ ইউনিয়নের অন্তর্গত মড়রা টু কাজিরগাঁও গামী রাস্তার গুয়ামুরি খালের উপর স্থাপিত ব্রিজ থেকে ৩শ গজ দক্ষিণ দিকে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫৭ পিছ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ গাজী মিয়া তালুকদার (৫৫) কে হাতেনাতে আটক করে। আটককৃত আসামী সেলিম মিয়া হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার কাজিরগাঁও গ্রামের পিতা মৃত ইসরাইল মিয়া তালুকদারের ছেলে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।