প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা অটোরাইছ মিল মালিক সমিতির কমিটির গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ২০ অক্টোবর হবিগঞ্জ শহরের শংকর সিটির রমা কনভেনশন সেন্টারের হল রুমে মিল মালিকদের সভা অনুষ্ঠিত হয়। অটোরাইছ মিল মালিক সমিতির সিলেট বিভাগীয় সভাপতি বিশিষ্ট শিল্পপতি শংকর পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাব্বির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, সংগঠনের সহ-সভাপতি শাব্বির এ চৌধুরী, আসাদুজ্জামান রনি, শফিকুল ইসলাম, খালেদ আহমেদ, মোঃ জিয়াউল হক, জাহাঙ্গীর আলম, আমিনুর রহমান, আব্দুল ওয়াহিদ, মহানুর রশিদ, বোরহান উদ্দিন, নানু মিয়া, ছামির আলী, মোশারফ হোসেন, মকসুদ আলী, আলমগীর তালুকদার, আনিছুর রহমান রাজিব, শিমুল পাল প্রমূখ। সভায় হবিগঞ্জের অটো রাইছ মিল মালিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এবং রাইছ মিল মালিকগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে সিদ্ধান্ত নেন। সভায় সর্বসম্মতিক্রমে বানিয়াচঙ্গের ছামির অটোরাইছ মিলের স্বত্ত্বাধিকারী ছামির আলীকে সভাপতি, মাধবপুর উপজেলার জগদীশপুরের মেসার্স মানহা অটো রাইছ মিলের স্বত্ত্বাধিকারী মোশাররফ হোসেন চৌধুরী বাবু ও ফজলে রাব্বী রাসেলকে সহ-সভাপতি, সুরমা অটোরাইছ মিলের পরিচালক আনিছুর রহমান রাজীবকে সাধারণ সম্পাদক, ফাহিম অটো রাইছ মিলের স্বত্ত্বাধিকারী মকছুদ আলীকে যুগ্ম সাধারণ সম্পাদক ও আলমগীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে হবিগঞ্জ জেলা অটোরাইছ মিল মালিক সমিতির কমিটি গঠন করা হয়। এ কমিটিতে কার্যকরি পরিষদের সদস্য হিসেবে মেসার্স এনএস অটোরাইছ মিলের স্বত্ত্বাধিকারী শংকর পালকে মনোনীত করা হয়। এদিকে হবিগঞ্জ জেলা অটোরাইছ মিল মালিক সমিতির নব কমিটির নেতৃবৃন্দ অটোরাইছ মিল মালিক সমিতির সিলেট বিভাগীয় সভাপতি বিশিষ্ট শিল্পপতি শংকর পাল, সাধারণ সম্পাদক শাব্বির আহমেদসহ কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের অভিনন্দন জানান।