আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ আজমিরীগঞ্জে পোল্ট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালের দিকে উপজেলার গুচ্ছগ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতের নাম নূরে আলম (২৬)। তিনি ওই গ্রামের ওসমান গণির ছেলে। স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে পোল্টি” খামারে মুরগির খাবার দিচ্ছিলেন আলম। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজমিরীগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন তরফদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।