আবুল কাসেম, লাখাই থেকে ॥ শারদীয় দুর্গা পূজা উপলক্ষে লাখাই উপজেলায় ৭১ টি পূজামন্ডপে আর্থিক অনুদান হিসেবে ৫০০ কেজি চালের মূল্যে নদগ অর্থ ও মাস্ক বিতরণ করেন এমপি আবু জাহির। লাখাই উপজেলা প্রসাশনের আয়োজনে হল রুমে গতকাল বুধবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপের প্রধানদের হাতে এ অনুদান তুলে দেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। এছাড়া করোনা মোকাবেলায় প্রত্যেকে স্বাস্থ্য বিধি নিষেধ মেনে চলে অনুষ্ঠান পালন করার জন্য অনুরোধ জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার ওসি তদন্ত মহিউদ্দিন সুমন, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অমিত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্তসহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ।