স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ উদ্ধার করে। এ সময় জুয়েল মিয়া (৩০) নামে এক যুবককে আটক করা হয়। আটক জুয়েল শহরের যশেরআব্দা এলাকার আনোয়ারুল ইসলামের পুত্র।
গতকাল বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজির হোসেনের নেতৃত্বে একদল সিপাহী শহরের গরুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়েল মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে ৫৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।