স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাইভেট অ্যাম্বুলেন্স পার্কিং ও হেলপার দিয়ে গাড়ি চালানোর অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। তারা হল, শহরের অনন্তপুর এলাকার ফজর আলীর পুত্র ফয়ছল মিয়া (২২) ও বানিয়াচং উপজেলার জয়নাল আবেদীনের পুত্র সৈয়দ প্রতীক হাসান (২০)। গতকালই তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। অভিযানকালে ছিলেন সদর থানার এসআই আব্দুর রহিম ও বিআরটিএ পরিদর্শক শরফুদ্দীন আখন্দ। ম্যাজিস্ট্রেট জানান, অভিযান চলবে।