বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

দুর্গাপূজায় স্বাস্থ্যবিধি নিশ্চিতের আহবান এমপি আবু জাহিরের

  • আপডেট টাইম বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৩৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কোভিড-১৯ সংক্রমন এড়াতে সরকারের স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি অনুরোধ জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের পূজামন্ডপগুলোতে সরকারি সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সংসদ সদস্য এই আহবান জানান। পৃথক অনুষ্ঠানে তিনি বলেন, হবিগঞ্জ হচ্ছে সম্প্রীতির এলাকা। ‘ধর্ম যার যার, উৎসব সবার’ সরকারের এই শ্লোগান অনুযায়ী এখানকার ধর্মীয় উৎসবগুলোতে সকলে মিলে আনন্দ করে থাকেন। তবে এবার এক ভিন্ন পরিবেশে আমাদেরকে এই অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। করোনা ভাইরাস সংক্রমন থেকে বাঁচতে অবশ্যই সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। মন্ডপগুলোতে যেন সরকারি স্বাস্থ্যবিধি নিশ্চিত হয় সেজন্য আয়োজক কমিটিসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকার বিকল্প নেই। অন্যান্য বছরের ন্যায় এবারের দুর্গাপূজায়ও সুষ্ঠু পরিবেশ এবং সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তিনি প্রশাসনকে আন্তরিক থাকার আহবান জানিয়েছেন। এমপি আবু জাহির গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলা ও পৌরসভার ৭৪টি এবং শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌরসভায় ১৬টি পূজা মন্ডপে সরকারি সহায়তার ৫০০ কেজি করে চালের মূল্য হিসেবে নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাস, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ সালেক মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাখাওয়াত হোসেন রুবেল, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহানসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক অনুষ্ঠানগুলোতে অংশ নেন।
পরে এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জ উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন। তখন তিনি আসন্ন দুর্গাপূজা চলাকালীন সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি ভাল রাখতে আন্তরিকভাবে কাজ করার জন্য উপজেলা ও পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশনা দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com