স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগ অটো রাইছ মিল মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের শংকর সিটির রমা কনভেনশন সেন্টারের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের বিভাগীয় সভাপতি বিশিষ্ট শিল্পপতি শংকর পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাব্বির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, সংগঠনের সহ-সভাপতি শাব্বির এ চৌধুরী, আসাদুজ্জামান রনি, শফিকুল ইসলাম, খালেদ আহমেদ, মোঃ জিয়াউল হক, জাহাঙ্গীর আলম, আমিনুর রহমান, আব্দুল ওয়াহিদ, মহানুর রশিদ, বোরহান উদ্দিন, নানু মিয়া, ছামির আলী, মোশারফ হোসে, মকসুদ আলী, আলমগীর তালুকদার, আনিছুর রহমান রাজিব, শিমুল পাল প্রমূখ। সভায় সিলেট বিভাগের অটো রাইছ মিল মালিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা দিক নিয়ে আলোচনা করা হয় এবং রাইছ মিল মালিকগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে সিদ্ধান্ত নেন। সভায় সর্বসম্মক্রমে বানিয়াচঙ্গের ছামির অটোরাইছ মিলের স্বত্বাধিকারী ছামির আলীকে সভাপতি, মাধবপুরের মাহী অটো রাইছ মিলের স্বত্বাধিকারী মোশারফ হোসেন ও ফজলে রাব্বী রাসেলকে সহ-সভাপতি, সুরমা অটোরাইছ মিলের পরিচালক আনিছুর রহমান রাজীবকে সাধারণ সম্পাদক ফাহিম অটো রাইছ মিলের স্বত্বাধিকারী মকছুদ আলীকে যুগ্ম সাধারণ সম্পাদক ও আলমগীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে হবিগঞ্জ জেলা অটো রাইছ মিল মালিক সমিতির কমিটি গঠন করা হয়। এ কমিটিতে কার্যকরি পরিষদের সদস্য হিসেবে মেসার্স এনএস অটোরাইছ মিলের স্বত্বাধিকারী শংকর পালকে মনোনীত করা হয়।