প্রেস বিজ্ঞপ্তি ॥ লায়ন্স কাব্স ইন্টারন্যাশনাল কর্তৃক সারা পৃথিবীব্যাপী অক্টোবর সার্ভিস সেবা কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। সেই আলোকে ডিস্ট্রিক্ট৩১৫বি১ এর লায়ন্স ক্লাব হবিগঞ্জের উদ্যোগে কালীবাড়ী প্রাঙ্গনে প্রায় দুইশতাধিক দরিদ্র হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে পূজা উদ্যাপনের জন্য শাড়ী ও লঙ্গী বিতরণ করা হয় গতকাল ২০ অক্টোবর ২০২০ বিকাল ৩ঘটিকার সময়। উক্ত বিতরণে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট লায়ন মোঃ লিটন মিয়া ও পরিচালনা করেন বিতরণ কমিটির আহবায়ক লায়ন অর্জুন চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু নলিনী কান্ত রায় নিরু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু শংখ শুভ্র রায়, হবিগঞ্জ পৌর পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু পার্থ প্রতিম দাশ, হবিগঞ্জ পৌর পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু এডভোকেট তুষার মোদক, হবিগঞ্জ জেলা পূজা উদ্যাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু বিশ্বজিৎ কুমার বনিক। বিতরণের শুরুতে লায়ন পিন দিয়ে অতিথিদের সম্মানীত করেন লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট। লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের পক্ষ থেকে বক্তব্য রাখেন পাস্ট প্রেসিডেন্ট লায়ন এডভোকেট এসএম আলী আজগর, চার্টার প্রেসিডেন্ট লায়ন এডভোকেট এস এম বজলুর রহমান, জয়েন্ট সেক্রেটারী লায়ন মীর এ কে এম জামীলুন্নবী ফয়সল, ট্রেজারার লায়ন সৈয়দ আমিনুল হাসান, টেইমার লায়ন এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, ডিরেক্টর লায়ন মোঃ জালাল উদ্দিন, লায়ন রাজেন্দ্র চন্দ্র দাস, লায়ন মোঃ আব্দুল আহাদ, মেম্বার লায়ন দিলিপ কুমার সরকার, লায়ন মহিবুর রহামান চৌধুরী সহ আলী ইদ্রিস হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ হেলাল উপস্থিত ছিলেন।