স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের আমিরখানি গ্রামের তাসলিমা আক্তার (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে বানিয়াচং থানার এসআই আব্দুস সাত্তারের নেতৃত্বে একদল পুলিশ ওই মহল্লার শান্তিনগর হাটির একটি ঘরে তাসলিমার ঝুলন্ত লাশ নামিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে। তাসলিমা ওই গ্রামের আবুল কালামের পুত্র। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত রবিবার রাতে খাওয়া শেষে তাসলিমা রুমে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না উঠায় তার পরিবারের লোকজন দেখতে পান সে ঘরের তীরের সাথে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেয়া হয়। এ বিষয়ে পুলিশ বলছে, ময়নাতদন্তের আগে কিছু বলা যাচ্ছে না।