স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। গতকাল দুপুরে সমিতির তৃতীয় তলার হল রুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আবুল মনসুর চৌধুরী। সাধারণ সম্পাদক সামছুল হক এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ মাহবুব-উল আলম শাহজাহান, যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সবুজ ও মোঃ আবুল ফজল, লাইব্রেরী ও সংস্কৃতি সম্পাদক মোঃ মিজানুর রহমান, ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক প্রতীম গোপ, সিনিয়র সদস্য ইলিয়াছ মিয়া, গিয়াস উদ্দিন চৌধুরী বকুল, নির্মল ভট্টাচার্য্য রিংকু, ফারুকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক গোলশান আরা ফেন্সি, জুনিয়র সদস্য মোঃ আব্দুল্লাহ আল বাকের, মোঃ আব্দুল কাইয়ূম ও মোঃ আব্দুল মতিন। সভায় নবনির্বাচিত কমিটির পরিচিতি ও প্রাক বাজেট আলোচনা করা হয়।