নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলার কুর্শি ইউনিয়নের খনকারী পাড়া গ্রামে মজসিদের বিল ইজারা প্রদানের ঘটনাকে কেন্দ্র হামলায় মোঃ রেজাউর করিম চৌধুরী (৩৫) এর উপর হামলা। এ ঘটনায় নবীগঞ্জ থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মসজিদের মোতওয়াল্লী হাজি আব্দুল কাদির গত শুক্রবার জুম্মার নামাযের পর পঞ্চায়েতি বিল নিলামে ইজারা প্রদান করেন। এ নিয়ে মোঃ রেজাউর করিম চৌধুরী ও মুহিবুর রহমানের মাঝে তর্কতির্ক হয়। এক পর্যায়ে মুহিবুর রহমানের ভাই উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, সেনু মিয়া চৌধুরী, জুয়েল মিয়া চৌধুরী, রাবি মিয়া চৌধুরী ও অবি মিয়া চৌধুরীসহ ৪/৫ জন মোঃ রেজাউর করিম চৌধুরীর উপর হামলায় চালায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।