স্টাফ রিপোর্টার ॥ আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সন্ধ্যা ৭ঘটিকায় সাইফুর রহমান টাউন হলে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ ও আলোচনা সভায় যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল ও সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ।