প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে প্রয়াত শিক্ষক দিলীপ পালের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে শিক্ষক সমিতি। গতকাল বৃহষ্পতিবার দুপুরে শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক স্মৃতিচারণ ও আর্থিক অনুদান প্রদান সভা অনুষ্ঠিত হয়। পুরানগাঁও এস.এম.সি-র সভাপতি এরশাদুল হক এর সভাপতিত্বে ও ইউপি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তফাজ্জল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো: আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ,ইউ,ই,ও মো: আরিছ মিয়া, শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি দীপ্তেন্দু নারায়ণ রায়, সাধারণ সম্পাদক মো: গোলাম রব্বানী। বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সহ-সভাপতি রমজান বক্স, সুকেশ শীল, শিক্ষক আলী আমজদ মিলন, আব্দুল ওয়াজীদ, সমীর হালদার, ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি অমৃত লাল দাশ, কাজী মাসুদুর রহমান, ক্রীড়া সম্পাদক পলাশ রতন দাশ, সুহেল আহমদ, আ: মতিন, মিহির দাশ, মধু সুদন ভট্টাচার্য্য প্রমূখ। সভায় শিক্ষক দিলীপ কুমার পাল এর কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। পরে শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান শিক্ষকের স্ত্রী পারুল রানী পাল এর হাতে তুলে দেন অতিথিবৃন্দ।