প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ পরিবার ও জেলা যুবলীগের বিপ্লবী সভাপতি আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন এবং উস্কানিমুলক ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী সংবাদ প্রকাশ করায় আমার হবিগঞ্জ পত্রিকা বন্ধের দাবিতে হবিগঞ্জ শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের উদ্দ্যোগে কোর্ট মসজিদ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে এবং পরে আমার হবিগঞ্জ পত্রিকা বন্ধের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও নিজামপুর ইউনিয়ন চেয়ারম্যান তাজ উদ্দিন তাজের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাব্বির রনির পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহ-সভাপতি শওকত আকবর সোহেল, যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহ আলম সিদ্দিকী, উপ-প্রচার সম্পাদক আলম মিয়া, ধ্রুবজ্যোতি দাশ টিটু, নাজু, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন খান, উজ্জল আহমেদ, সদর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ নোমান, সাইফুল ইসলাম তালুকদার, মোতাব্বির তালুকদার পারভেজ, অপু হোসাইন জনি, লুকড়া ইউনিয়ন সভাপতি আঃ কুদ্দুছ, সাধারণ সম্পাদক শহিদ মিয়া, রিচি ইউনিয়ন যুবলীগ সভাপতি শেখ সুমন, তেঘরিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আবিদ মিয়া, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, পইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আবিদ মিয়া, পইল ইউনিয়ন যুবলীগ সভাপতি বাবু নানু মল্লিক, সাধারণ সম্পাদক আবু মিয়া, গোপায়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক শাহ আলম সর্দার, রাজিউড়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল মিয়া, রোকন মিয়া, সাদ্দাম মিয়া, নিজামপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল কালাম, জিয়াউল হক ও আলা উদ্দিনসহ সহ¯্রাধিক নেতাকর্মী। এ সময় বক্তারা আমার হবিগঞ্জ পত্রিকার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে পত্রিকার ডিকারেশন বাতিলসহ মিথ্যাচারের উপযুক্ত বিচার দাবি করেন।