প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড-এর ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত ১৩ অক্টোবর হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি মো: গউছ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক পংকজ কান্তি দাশ পল্লব স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেয়া হয়। একই সাথে পূর্বের আহবায়ক কমিটি বাতিল ঘোষণা করেন তারা।
নতুন পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি মোঃ মিজানুর রহমান বাবুল, সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল আওয়াল, সহ সভাপতি মোঃ মামুন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আবু বকর তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন মিয়া, অর্থ সম্পাদক মোঃ আব্দুল হক, দপ্তর সম্পাদক মোঃ রাজু আহমেদ, প্রচার তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জামিল গাজী, ক্রীড়া সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ পথিক সুজন, প্রকল্প সমবায় ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রমজান আলী, মুক্তিযোদ্ধের স্মৃতি সংরক্ষণ ও শহীদ পরিবার বিষয়ক সম্পাদক মোঃ আলতাফ আলী, ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ হারুন মিয়া, আইন-হিসাব ও নিরীক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জামিল আহমেদ, শিক্ষা-পাঠাগার ও মিলনায়তন বিষয়ক সম্পাদক মোঃ শফিক মিয়া, সম্মানিত সদস্য মোঃ কিতাব আলী, মোঃ তারেক আহমেদ, মোঃ গিয়াস উদ্দীন, মোঃ কামা মিয়া ও মোঃ তাজুল ইসলাম।