আজিজুল ইসলাম সজীব ॥ প্রায় ১৬ বছর আগে হবিগঞ্জ সদরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সিরাজুল হকের মৃত্যুদন্ড বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। এদিকে ২০ বছর আগে নড়াইলে স্ত্রী ও শিশু মেয়েকে হত্যার দায়ে শাহান শাহ নামের এক ব্যক্তির মৃত্যুদন্ডের সাজা কামিয়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আপিল বিভাগ। আর শাহান শাহের মা মৃত্যুদন্ড প্রাপ্ত আলেয়া বেগমকে খালাস দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ পৃথক দুটি জেল আপিলের ওপর শুনানি শেষে এ রায় দেন। দুটি মামলায়ই আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এবিএম বায়েজীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ।