স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত মোঃ হেলাল মিয়া নামে এক মাদক পাচারকারীকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। দন্ডপ্রাপ্ত হেলাল মিয়া মাধবপুর উপজেলায় নয়াপাড়া গ্রামের মকসুদ আলীর পুত্র। গতকাল বুধবার সন্ধ্যা ৬ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত মাদক ব্যবসায়ীকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা (অনাদায়ে ১০ দিনের কারাদন্ড) প্রদান করেন। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই দ্রুবেশ চক্রবর্তী এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে নোয়াহাটি-মনতলা রোডের সিমনা ছড়া নামক স্থান থেকে দুই কেজি ভারতীয় গাঁজাসহ মোঃ হেলাল মিয়াকে আটক করে।