নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শনিবার সকাল ৮টা থেকে ১২ টা, টানা ১৫ ঘন্টা বিদ্যুৎ না থাকার ফলে পৌর শহরের সকল ধরনের গ্রাহকদের ভোগান্তি চরম আকার ধারন করে। শনিবার সারা দিন প্রচন্ড দাবাদহে অসহনীয় দুর্ভোগে অতিষ্ট হয়ে রাতে আন্দোলনে নামেন বিক্ষুব্ধ জনতা। রাত ১০ টায় শহরের নতুন বাজার এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ রোডস্থ পল্লী বিদ্যুতের অফিস ঘেরাও করে ডিজিএম এর অপসারণ দাবি করে রাত ১২ টা পর্যন্ত বিভিন্ন শ্লোগান দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই ফকরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে বিক্ষোভ মিছিলটি নবীগঞ্জ শহরের নতুন বাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষ হবার ১০ মিনিটের মাথায় বিদ্যুত চলে আসে। এদিকে, নবীগঞ্জ পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকা শনিবার সকাল থেকে টানা দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় থাকার ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ গ্রাহকসহ শিল্প প্রতিষ্টান বিশেষ করে হাসপাতাল কর্তৃপক্ষ। টানা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিদ্যুতের অভাবে অসুস্থ রোগীদের চরম বিপদে পড়তে হয়েছে। বিশেষ করে শ্বাস কষ্টে আক্রান্ত শিশু ও বৃদ্ধদেরকে নিয়ে মারাত্বক ভোগান্তিতে পড়েন হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিক কর্তৃপক্ষ। শনিবার সকাল থেকে পল্লী বিদ্যুতের ডিজিএম আলী বর্দি খান সুজনের সাথে মোবাইল ফোনে ও সরাসরি যোগাযোগের চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। টানা বিদ্যুৎ না থাকার কারণে শহরের আবাসিক এলাকাগুলিতে চলে পানির জন্য হাহাকার। বিশেষ করে যারা ২/৩ তলা থেকে ৪/৫ তলা বাসায় যারা বসবাস করেন তাদের অবস্থা ছিল একেবারেই খারাপ। পানির অভাবে চরম বেকায়দায় পড়েন তারা। প্রচন্ড গরমে অতিষ্ট মানুষজনের পানির অভাবে রান্নাবান্নাসহ নানান কাজ ব্যাহত হয়। শহরের আবাসিক এলাকার বিভিন্ন বাসাবাড়িতে বিদ্যুতের অভাবে পানি তুলতে না পাড়ায় বেশীরভাগ মহিলাদের গোসল না করে থাকতে হয়েছে। তবে অনেক লোকজনকে বিভিন্ন পুকুরে গোসল করার ভীড় দেখা গেছে।