প্রেস বিজ্ঞপ্তি ॥ কাল্পনিক, মিথ্যা ও মানহানিকর সংবাদ পরিবেশন করে হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমসহ হবিগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামী পরিবারের লোকজনের মানহানি ও বঙ্গবন্ধুর হাতে গড়া দেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ এনে পত্রিকাটির ডিকারেশন বাতিলের দাবীতে ফুঁসে উঠেছে বানিয়াচং উপজেলা যুবলীগ। দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার ডিকারেশন বাতিল চেয়ে বিক্ষোভ মিছিলসহকারে গতকাল রবিবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা নির্রাহী অফিসার মাসুদ রানা বরাবরে স্বারকিলিপি দাখিল করেছে বানিয়াচং উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
স্বারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ পুনরায় বিক্ষোভ মিছিল সহকারে স্থানীয় শহীদ মিনারে চত্তরে এক পথসভায় মিলিত হয়। সভায় উপজেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি ছায়েব আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ আলমগীর মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি আনছার মিয়া, মাসুক খান সাধারন সম্পাদক আলমগীর মিয়া পরিচালনায়, যুগ্ম সম্পাদক, বাবুল মিয়া, আজমল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, প্রচার সম্পাদক মাহমুদ আখন্জী, এডঃ আসাদুজ্জামান খান তুহিন সম্পাদক, হাফিজ মিয়া আব্দু সালাম, শাওন মিয়া সহ-সম্পাদক সেবুল চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সদস্য, জসিম উদ্দীন, আব্দুর শহিদ, মাজহারুল অপু, জিয়ালক, হারুন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক ছাত্রলীগ শাহিন মিয়া, মোহাম্মদ মিয়া, সাধারণ সম্পাদক, ২ নং ইউপি, ৩নং ইউপি খোকন মিয়া সভাপতি, রায়হান মিয়া সাধারন সম্পাদক, ৪নং সভাপতি কাশেম/ আলতু সাধারন সম্পাদক ৬নং ইউপি সভাপতি, জুনাব আলী, ৭নং ইউপি যুগ্ম আহবায়ক আব্দুর রকিব মিয়া, ইছা মিয়া প্রমুখ।