স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ এম এ রবের শহরের চিড়াকান্দিস্থ বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যার পর এ চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসা থেকে মোবাইল ও দামী কাপড়চোপড় নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
জানা যায়, ডাঃ রব এর স্ত্রী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ইসরাত জাহান জলি অফিসিয়াল কাজে ঢাকা যান। গতকাল সন্ধ্যায় ডাঃ রব বাসায় তালা দিয়ে বাহিরে যান। রাত পৌণে ৯টার দিকে বাসায় ফিরে তিনি ঘরের দরজার তালা ভাঙ্গা দেখতে পান। ভেতরে প্রবেশ করে দেখতে পান স্টীলের ও কাঠের আলমিরা এবং ওয়ার ড্রপের তালা ভেঙ্গে তছনছ করে ফেলে দুর্বৃত্তরা। চোরেরা মুল্যবান কাপড়চোপড় ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে দেখতে পান ডাঃ এম এ রব। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।