স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার চারাভাঙ্গা এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার বিকেলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সুমন সাংমা (২৪) কে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।