প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের লক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের উদ্যোগে এক পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক কাজী মাওঃ এম.এ জলিলের সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওঃ ইদ্রিছ আলী। নাতে রাসুল পরিবেশন করেন হাফেজ নাসির উদ্দিন। উপস্থিত ওলামায়ে কেরামের বক্তব্যের পূর্বেই সভাপতি স্বাগত বক্তব্যে বলেন, আসন্ন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছের অনুমতি দানের জন্য বিশিষ্ট ওলামায়ে কেরামদের নিয়ে আমি নিজে হবিগঞ্জ জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করিলে তিনি বলেন, বর্তমান ভয়াবহ করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে এই বৎসর পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে জশনে জুলুছ বের করা অনুমতি প্রদান করা সম্ভব নয়। কেননা সরকারের পক্ষ থেকে যাবতীয় সভা-সমাবেশ নিষিদ্ধ এমনকি সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বাধভাঙ্গা জোয়ারের ন্যায় ছুটে আসা লাখো নবীপ্রেমিকের অংশগ্রহণে অনুষ্ঠিত জশনে জুলুছে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। তাই বৃহত্তর জনগোষ্ঠীর জীবনের ঝুকির বিষয়টি চিন্তা করে এই বৎসর জশনে জুলুছ বের না করাই উত্তম। সভাপতি সাহেবের বক্তব্যের পর বিজ্ঞ ওলামায়ে কেরাম এই বিষয়ের উপর বক্তব্য প্রদান করেন। বক্তব্য প্রদান করেন- উস্তাদুল ওলামা আল্লামা ফরিদ উদ্দিন আহমদ, মুফতি মাওঃ আব্দুল মজিদ পিরিজপুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মুফতি আলমগীর হোসেন সাইফী, মাওঃ আবু তৈয়ব মুজাহিদী, মাওঃ আমিনুল ইসলাম, মাওঃ দেলোয়ার হোসেন প্রমুখ। আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে জশনে জুলুছ বের করার অনুমতি না পাওয়ায় এই বৎসর পবিত্র ১২ই রবিউল আউয়াল তারিখে প্রত্যেক এলাকায় বা গ্রামে মসজিদ ভিত্তিক পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হবে এবং স্ব-স্ব এলাকায় জশনে জুলুছ বের করা হবে। রবিউল আউয়াল মাসের ১লা তারিখ হতে ১২ তারিখ পর্যন্ত যেকোন এলাকার মসজিদে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) শীর্ষক আলোচনা মাহফিলে প্রতিনিধি চাহিলে জেলা কমিটির পক্ষ হতে প্রতিনিধি প্রেরণের সিদ্ধান্তও গৃহীত হয়।
পরিশেষে মিলাদ মাহফিলের মাধ্যমে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন আল্লামা ফরিদ উদ্দিন আহমদ।