অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ নোয়াখালীসহ সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শায়েস্তাগঞ্জ উপজেলায় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে শায়েস্তাগঞ্জের সম্মিলিত ছাত্র-জনতা। গত শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টয়া ছাত্রনেতা ইমদাদুল ইসলাম শীতলের সভাপতিত্বে দাউদনগর বাজার ট্রাফিক পয়েন্টে মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিল রেলওয়ে স্টেশনে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। মানববন্ধনে তরুণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। বক্তব্য রাখেন সাংবাদিক মাসুক রানা, তারেক আহমেদ নিরব, সাইফুল ইসলাম শামীম, রফিকুল ইসলাম, বাদশা মিজান, আবুল কাসেম, রাহুল বনিক, এসএন নূর, শুভ, প্রান্ত, জয়, তুষার, আল আমিন, বিউটি জাহান, আমিদ সুজন, বোরহান।